মৎস্য বীজ উৎপাদন খামার, মালতিনগর, বগুড়া একটি সরকারি মৎস্য খামার। বগুড়া জেলার সদর উপজেলার মালতিনগর মাটির মসজিদের পূর্ব পার্শ্বে করতোয়া নদীর কোল ঘেঁসেই এ খামারটির অবস্থান। খামারটির মোট আয়তন ৭.০৫ একর এবং জলায়তন ৩.৩৫ একর। নার্সারি পুকুর, লালন পুকুর ও ব্রুড মজুদ পুকুর নিয়ে খামারে ছোট বড় মোট ৭টি পুকুর রয়েছে। অত্র খামার থেকে প্রতি বছর চাষিদের চাহিদানুসারে গুণগত মানসম্পন্ন রুইজাতীয় মাছের রেণু ও পোনা সরবরাহ করা হয়। এছাড়া প্রতি বছর প্রতি ব্যাচে ২০জন করে মোট ২ ব্যাচ মৎস্যচাষি, নার্সার ও পোনাচাষিদের কার্পজাতীয় বিভিন্ন মাছের আধুনিক চাষ প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এখান থেকে মৎস্য প্রযুক্তি সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS