Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মৎস্য বীজ উৎপাদন খামার, মালতিনগর, বগুড়া একটি সরকারি মৎস্য খামার। বগুড়া জেলার সদর উপজেলার মালতিনগর মাটির মসজিদের পূর্ব পার্শ্বে করতোয়া নদীর কোল ঘেঁসেই  এ খামারটির অবস্থান। খামারটির মোট আয়তন ৭.০৫ একর এবং জলায়তন ৩.৩৫ একর। নার্সারি পুকুর, লালন পুকুর ও ব্রুড মজুদ পুকুর নিয়ে খামারে ছোট বড় মোট ৭টি পুকুর রয়েছে। অত্র খামার থেকে প্রতি বছর চাষিদের চাহিদানুসারে গুণগত মানসম্পন্ন রুইজাতীয় মাছের রেণু ও পোনা সরবরাহ করা হয়। এছাড়া প্রতি বছর প্রতি ব্যাচে ২০জন করে মোট ২ ব্যাচ মৎস্যচাষি, নার্সার ও পোনাচাষিদের কার্পজাতীয় বিভিন্ন মাছের আধুনিক চাষ প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এখান থেকে মৎস্য প্রযুক্তি সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।